,

কালীগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নাশকতা মামলার আসামি রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আলী হোসেন অপু রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, আমাদের একটি আভিযানিক দল দুলালমুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান অপুকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কালীগঞ্জ থানায় দুটি নাশকতা মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর