লিয়াকত হোসেন (লিংকন): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে ওরা ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজিত শক্তিরা আজ ঐক্যবদ্ধ হয়ে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মদন মোহন স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ড. কামাল হোসেনরা একাত্তর, পঁচাত্তর ও একুশে আগষ্টের ষড়যন্ত্রকারী। ওরা ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। ওরা বাংলাদেশে থাকতে পারবে না। ওদের থাকার কোন অধিকার নেই। প্যাকিং করে পাকিস্তানে পাঠিয়ে দেব। পাকিস্তানে যদি যেতে চাও চিন্তা করে দেখ।
তিনি একাত্তরের পরাজিত শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে ভোটারদের প্রতি আহবান জানান।
ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শের আলী মোল্যার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম (বিরু) মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লিকু, এফবিসিসিআই সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, মাওলানা নুরুল হক, ইদ্রিস আলী মিয়া, এস. এম দেলোয়ার হোসেন দুলু, ফুকরা ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক মোল্যা, এস. এম বাহাউদ্দিন লিপুসহ গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।