,

আলফাডাঙ্গায় মসজিদ পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার খান বাহাদুর বাড়ির মসজিদ পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

শুক্রবার দুপুরে আলফাডাঙ্গার পৌরসভার বুড়াইচ গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী খান বাহাদুর পরিবারের মসজিদ পরিদর্শন করেন তিনি।

বিট্রিশ হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন তার সহধমির্নী তেরেসা আলবর ও খান বাহাদুর পরিবারের বংশধর বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।

সার্বিক সহযোগীতায় ছিলেন, ফরিদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, সহকারী পুলিশ সুপার সুমন কর, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাচান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, আলফাডাঙ্গা থানা ওসি মো.আবু তাহের ও প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।

আলফাডাঙ্গা খান বাহাদুর পরিবারের বংশধর মেরিনা তাবাসসুম বাংলাদেশের একজন স্থপতি। তিনি ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’-এর প্রধান স্থপতি। ২০১৬ সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার পেয়েছেন তিনি। ঢাকার উত্তরে দক্ষিণখান এলাকায় স্বীয় দাদীর দেয়া জমিতে স্থাপিত বায়তুর রউফ সমজিদের স্থপতি মেরিনা তাবাসসুম।

মো. ইকবাল হোসেন

এই বিভাগের আরও খবর