,

আলফাডাঙ্গায় ‘বসতবাড়িতে হামলা’; মালামাল লুটপাট

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বসবাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিন রাতে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী শাহিনা বেগম।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ওবাইদুর রহমানের সাথে পার্শ্ববর্তী দাউদুল আলমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৬ নভেম্বর রাত ৮ টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওবাইদুর রহমানের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করে। প্রতিবাদ করায় ওবাইদুর রহমান ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। এ সময় বসতঘরে ঢুকে ঘরে রক্ষিত মালামাল লুটপাট নিয়ে চলে যায়।

এ বিষয় দাউদুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। ওই দিন রাতে বরং ওবাইদুুর রহমান ও তাদের বাড়িতে থাকা লোকজন আমাদের ওপর হামলা করে ইটপাটকেল ছুড়েছে। তাদের বিরুদ্ধে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আলফাডাঙ্গা থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

-মো. ইকবাল হোসেন

এই বিভাগের আরও খবর