,

আজও করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৮১

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনই থাকল। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে।

এর আগের দিনও করোনায় কেউ মারা যায়নি। আক্রান্ত হয়েছিল ৭৩ জন।

আজ শুক্রবার (১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এ সময় ৭ হাজার ৩৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi