,

শীত বাড়তে পারে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক: দু’দিন ধরেই আকাশের মুখ ভার। শুক্রবারের মতো শনিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝিরঝির বৃষ্টি ঝরেছে। কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। সূর্যের দেখা মেলেনি। এ কারণে অগ্রহায়ণ মাসের শুরুতে দিনের বেলায় তাপমাত্রা হালকা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘু চাপের প্রভাবে হালকা বৃষ্টি কেটে আজ রোববার থেকে রোদেলা আবহাওয়ার দেখা মিলবে। তবে শুস্ক আবহাওয়ায় রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ার সঙ্গে মধ্যরাত থেকে কুয়াশারও দেখা মিলবে।

গত কয়েক দিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদরা জানান, বঙ্গোপসাগর থেকে দখিনা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প স্থলভাগের দিকে আসছে। এ কারণে কয়েক দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামলেও বাতাসে জলীয় বাষ্প রয়েছে। তাই কোথাও কোথাও কুয়াশা পড়ছে। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, শনিবার কুয়াশার সঙ্গে বৃষ্টিও ছিল। এ কারণে দিনের বেলা তাপমাত্রা কিছুটা কম ছিল।

কিন্তু রোববার দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হবে। পাশাপাশি রোদেলা আবহাওয়াও থাকবে। সোমবার থেকে টানা কয়েক দিন শীতের অনুভূতি বাড়বে। কারণ এ সময়ে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশালের কিছু স্থানে হালকা বৃষ্টি রেকর্ড হয়েছে। এ সময় ঢাকায় তিন মিলিমিটার ও ফরিদপুরে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ও যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর