,

লোহাগড়ায় দুই ব্যবসায়ী ও মোটরসাইকেল চালককে জরিমাণা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় দুই ব্যবসায়ী ও এক মোটর সাইকেল চালককে পৃথক অভিযানে ২২ হাজার টাকা জরিমাণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জি এ জরিমানা করেন।

জানা গেছে, পঁচা চাল বিক্রি ও মজুদের অভিযোগে লোহাগড়া বাজারের চাল ব্যবসায়ী গৌর দত্তকে ১৫ হাজার, ল²ীপাশা বাজারে দোকান খোলা রাখার দায়ে বিপুল কুমার মল্লিককে ২ হাজার টাকা ও মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় শামীম শেখ নামে এক মটর সাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জি বিডিনিউজ টেনকে জরিমাণার বিষয়টি নিশ্চিত করে বলেন, পচা চাল বিক্রি ও মজুদ করায় চাল ব্যবসায়ী ১৫ হাজার, দোকান খোলা রাখায় অপর ব্যবসায়ীকে ২ হাজার এবং মটরসাইকেল চালককে কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। ব্যবসায়ীর ওই পঁচা চাল মাছ চাষিদের কাছে মাছের খাবার হিসেবে স্বল্প মূল্যে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর