,

লক্ষ্মীপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৩৩

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আরও তিনজন করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তারা জেলার রামগতি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কার্যালয় থেকে জানানো হয়, ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে ৩৬ জনের নমুনা চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তিনজনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এর আগে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ২৮ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার প্রথম ও দ্বিতীয় আক্রান্ত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় ৯৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল এসেছে ৫৮৪ জনের। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩৩ জনের। তাদের মধ্যে রামগঞ্জের ১৬ জন, লক্ষ্মীপুর সদরের ১০ জন, কমলনগরের ৩ জন ও রামগতির ৪ জন রোগী রয়েছেন।

এই বিভাগের আরও খবর