,

রাতে রাস্তায় কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ঘড়ির কাটা প্রায় রাত ১২টা। সবাই যখন শীতের রাতে গায়ে গরম কাপড় জড়িয়ে ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় উপজেলা নির্বাহী অফিসার রাস্তায় রেল স্টেশন এতিম খানায় ঘুরে ঘুরে শীতের কম্বল বিতরণ করেন। রাতে শীতের একখানা কম্বল পেয়ে অনেক অসহায় মানুষ বেশ খুশি।

শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের রেল স্টেশন, ঘোড়াঘাট গুমটি মোড়, অবসর মোড়, থানা এতিম খানায় নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার ছিন্নমূল, এতিম শিশুদের মাঝে ১০০ কম্বল বিতরণ করেন।

অবসর মোড় এলাকার পঞ্চাশোর্ধ খাতিজার মা বলেন, ‘সকাল হলেই মানুষের হোটেলোত থাল মানজিবার যাও। রাতোত শুতেও মোক ঠান্ডা লাগে। গরম কাপড় পায়া মোর খুব উপকার হইল।’

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির, পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার বলেন, ‘শীত নিবারনের জন্য রাতে ঘুরে ঘুরে তাদের কম্বল বিতরণ করা হবে। আজ ১০০ কম্বল দিয়ে শুরু করা হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর