,

মুকসুদপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলার অভিযোগ

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্বশত্রুতার জের ধরে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার বিকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মনিকা আক্তার নামে এক নারী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চাওচা গ্রামের মনিকা আক্তারের পরিবারের সাথে জায়গা-জমি নিয়ে প্রতিবেশি শাহ আলম শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত শনিবার বিকালে শাহ আলমের নেতৃত্বে শওকত শেখ, নাজমুল শেখ, মিকাইল শেখ, রহমান শেখ, আশিক শেখ রিয়াজ মাতুব্বারসহ ৮/১০ লোক সংঘবদ্ধ হয়ে রামদা, লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মনিকাদের বসতবাড়ি অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বসতঘর ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায়। প্রতিপক্ষের হামলায় মনিকার পরিবারের লোকেরা আহত হয়।

এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

মুকসুদপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর