,

মালিতে জাতিসংঘের ২ শান্তিরক্ষী সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: মালিতে পৃথক দু’টি হামলার ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশের পশ্চিমাঞ্চল ও কেন্দ্রীয় মালিতে ওই হামলার ঘটনা ঘটেছে বলে আফ্রিকান দেশটির পশ্চিমাঞ্চলীয় জাতিসংঘ মিশন থেকে জানানো হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মিনুসমা জানিয়েছে, শনিবার বের ক্যাম্পে জটিল হামলা প্রতিহত করেছে শান্তিরক্ষী বাহিনী। ওই ক্যাম্পটি তিমবুকতু থেকে ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। বেশ কিছু সশস্ত্র ট্রাক থেকে রকেট লঞ্চার, মেশিন গান এবং অন্যান্য বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে।

কেন্দ্রীয় মোপতি এলাকার কোন্নায় দ্বিতীয় হামলাটি চালানো হয়। জাতিসংঘ মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

দুই সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। হামলায় আরও পাঁচ সদস্য আহত হয়েছে বলেন নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর