,

মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মাদক মামলায় আজিম শেখ ওরফে আজিম মেম্বার (৫০) নামে একজনের যাবজ্জীন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

একই সাথে আজিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দেন আদালত। একই মামলার অন্য তিন আসামীকে বেখসুর খালাস দেন আদালত।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে আসামীদের অনুপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন কুমার এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত হলেন, আজিম শেখ বাগেরহাটে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মো. জব্বার শেখের ছেলে।
খালাস প্রাপ্তরা হলেন, দন্ডপ্রাপ্ত আজিমের স্ত্রী সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার বলেন, ২০১২ সালের ১৪ জুন সকাল ১১ টায় ফরিকহাট থানা পুলিশ উপজেলার আজিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরে পুলিশ ওই বছরের ৫ সেপ্টেম্বর আজিম শেখ ওরফে আজিম মেম্বার, সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত এই মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজিম শেখ ওরফে আজিম মেম্বারকে নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। মাদক মামলায় আদালতের রায়ে আমরা খুশি বলে জানান তিনি ।

এই বিভাগের আরও খবর