,

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বিডিনিউজ ১০ ডটকমসাড়ে তিন মাস পর ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ভোমরা, সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পৌঁছেছে।  ঘোজাডাঙ্গা বন্দরে অপেক্ষায় রয়েছে আরও ১৩টি ট্রাক।  প্রতি টন পেয়াজ তিনশ’ ডলার মূল্যে আমদানি করছেন ব্যবসায়ীরা।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চারটি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে কয়েকদিনের ব্যবধানে স্থানীয় বাজারে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা।

এছাড়া, হিলি স্থলবন্দর দিয়ে ঢুকেছে এক ট্রাক পেঁয়াজ। পেঁয়াজের সংকট ও দাম বাড়ার অজুহাতে গত ১৪ই সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি তাদের উৎপাদন বাড়ার ২৮শে ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

এই বিভাগের আরও খবর