,

বৃষ্টি ঝরবে সপ্তাহজুড়ে, ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদকআগামী সপ্তাহজুড়ে ঝরবে বৃষ্টি। পূর্বাভাস রয়েছে কালবৈশাখী ও বজ্রঝড়ের। মাঝবৈশাখে পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ থাকায় দিনের যে কোনো সময় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, এখন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির আভাস রয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহ পুরোটাই দিনের বিভিন্ন সময় এমন ঝড়-বৃষ্টি থাকবে। ২৭-২৮ এপ্রিলের পর বৃষ্টি কমতে পারে।

তিনি বলেন, মাঝবৈশাখে এমন বৃষ্টিপাত স্বাভাবিক। সর্বশেষ ২০১৭ সালের এপ্রিলে ভারী বর্ষণ হয়েছিল । ২০১৮ সালে উত্তর পূর্বাঞ্চলে হয়েছিল আকস্মিক বন্যা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বিভাগের আরও খবর