,

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের পর এবার ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু আজ দুপুর দেড়টায়।

প্রথম ওয়ানডের জন্য দলে তামিম ফিরলেও শেষ মূহূর্তে মুস্তাফিজের ইনজুরি আর মুশফিকের অনুপস্থিতি ভাবনায় ফেলছে টাইগারদের।

চোট কাটিয়ে ওঠা ক্যাপ্টেন তামিম ইকবালের নেতৃত্বেই মাঠে নামছে টিম টাইগার্স। তবে দলের নিয়মিতদের না পাওয়ায় একাদশ নিয়ে ভাবতে হচ্ছে। ছিটকে গেছেন মুস্তাফিজ, রুবেলেরও খেলা হচ্ছে না। পেস ইউনিটে ভরসার নাম তাসকিন। ঢাকা এক্সপ্রেসের সঙ্গী হবেন শরিফুল-সাইফউদ্দিন। তবে দল সবচেয়ে বেশি মিস করবে মুশফিকের সার্ভিস। ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন কে? অফফর্মে লিটন, নাঈমকে দিয়ে চেষ্টা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। মুশির বদলি মিঠুন, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, আফিফ। স্পিন বিভাগে জুটি মিরাজ-সাকিব।

এর আগে, সফরের একমাত্র হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। বিদেশের মাটিতে এটা টাইগারদের পঞ্চম টেস্ট জয় এবং জিম্বাবুয়ের বিপক্ষে ৮ম।

এই বিভাগের আরও খবর