,

ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের মাঝে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও একমাস বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর