,

‘প্রেসিডেন্ট পদক’ পেলেন কাজী কামরান মাহমুদ

বিডিনিউজ ১০ ডটকম: সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পদক পেলেন আনসার ভিডিপির সহ প্লাটুন কমান্ডার (এপিসি) মোঃ কাজী কামরান মাহমুদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁকে এ সম্মাননা পরিয়ে দেন। এ সময় তাঁকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করেন।

জানা যায়, কাজী কামরান মাহমুদ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের মৃত দাউদ কাজীর ছেলে। তিনি ২০০৩ সালে আনসার-ভিডিপিতে যোগদান করেন। সহ প্লাটুন কমান্ডার হিসেবে সুনামের সাথে আনসার ভিডিপিতে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। মহামারী করোনাকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাসপাতালে আসা করোনা রোগীদের সেবা দিয়েছেন। যার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক তাঁকে এ পদক প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর