,

নড়াইলে কালোবাজারে চাল বিক্রি করায় ডিলার গ্রেফতার

লাবন্য রহমান: নড়াইলের লোহাগড়ায় ১০ টাকা মূল্যের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আশরাফ আলী নামে এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার আড়িয়ারা গ্রামের নিজ বাড়ি তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার দুপুরে রিমান্ডের আবেদন করে নড়াইল আদালতে তাকে পাঠানো হয়েছে।

আশরাফ আলী উপজেলার জয়পুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি চালের ডিলার ।

জানা গেছে, গত ১৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির সময় ৫০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন ক্রেতাকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। কিন্তু ডিলার আশরাফ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আশরাফ আলীর নামে লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেবদাস বলেন, `গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত ডিলার আশরাফ আলীকে সোমবার দুপুরে রিমান্ডের আবেদন করে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর