,

দু’বারের চেষ্টায় কাউন্সিলর তৃতীয় লিঙ্গের দিথী

সাতক্ষীরা প্রতিনিধি: ২০১৫ সালের কলারোয়া পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মাত্র ১১ ভোটে পরাজিত হন তৃতীয় লিঙ্গের দিথী খাতুন।

হাল ছাড়েননি-পাঁচ বছর ধরে ছিলেন মাঠে।  ধৈর্য্যের ফল, এবার নির্বাচনে ২ হাজার ১শ’ ৭৯ ভোটে বিজয়।  নবনির্বাচিত কাউন্সিলর দিথীর অঙ্গিকার- মানুষের পাশে থেকে কাজ করবেন এলাকার উন্নয়নে।

দিথী খাতুন ২০১৫ সালে সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন ১১ ভোটে।

অদম্য দিথী আবারো নামেন নির্বাচনে। চারজনকে পরাজিত করে সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়ী হন তিনি।

তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই প্রার্থীকে নিয়ে সবার মধ্যেই ছিল ব্যাপক আগ্রহ। তাকে জয়ী করতে এলাকাবাসীর চেষ্টা ছিল চোখে পড়ার মতো।

 সাতক্ষীরা কলারোয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর দিথীর অঙ্গিকার, সমাজের মূলধারার সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন এলাকার উন্নয়নে। তিনি বলেন,’মানুষের সুখে-দুঃখে পাশে থাকার জন্য আমি কাজ করতে চাই। সবাই আমাকে উৎসাহ দিয়েছে। আমি এখানে এসেছি জনগণের জন্য।’

সমাজকে এগিয়ে নিতে দিথীকে সাথে নিয়ে কাজ করার আশ্বাস নবনির্বাচিত পৌর মেয়রের। সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নবনির্বাচিত মেয়র মনিরুজ্জামান বুলবুল আরও বলেন,’তিনি অবশ্যই পারবেন। আমি তাকে সার্বিক সহযোগীতা করবো।’

যে কোন প্রতিবন্ধকতা মোকাবিলায় দিথী খাতুনকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান,’সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কোন সুযোগ নেই। তারপরও যদি কোন ঘটনা ঘটে তবে আমরা এ বিষয়ে সজাক দৃষ্টি রাখবো।’

মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে সবার হৃদয়ে ঠাঁই পেতে চান দিথী খাতুন।

এই বিভাগের আরও খবর