,

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফল প্রকাশের একদিন আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশ স্থগিত করে।

আগামীকাল মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের কথা ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় উপাচার্য দফতরের অ্যাসাইনমেন্ট অফিসারের পাঠানো ভুল তথ্যের জন্য ‘আগামীকাল ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’ মর্মে সোমবার প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। উপাচার্য মহোদয়ের আদেশক্রমে এই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করাও হয়েছে। ফল প্রকাশের বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গত শুক্রবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ৮১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘ঘ’ ইউনিটে এ বছর ১৬১৫টি (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫,৩৪১ জন।

এই পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রতারক চক্রের অজ্ঞাত আরও কিছু সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর