,

টুঙ্গিপাড়ায় ৯শ’ ব্যবসায়ী পেল ‘প্রধানমন্ত্রীর উপহার’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত উপজেলার ২৪টি বাজারের ৯ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি।

বুধবার (৭জুলাই) বিকালে উপজেলার খালেক বাজারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সিকদার, ছাত্রলীগ নেতা পারভেজ রুমি প্রমুখ।

ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, করোনায় ক্ষতিগ্রস্ত সেলুন, মুচি চা ও ফুটপাত ব্যবসায়ীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী দেয়া হয়েছে। এ কার্যক্রম আগামীকালও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর