,

জাপানে ভয়াবহ তুষারপাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আড়াই শতাধিক। উপকূলীয় অঞ্চলে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এদিকে, স্পেনে তুষারঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অসংখ্য মানুষ।

এমন ভয়াবহ তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। রেকর্ড পরিমাণ তুষারপাতে জমা পড়েছে বরফের স্তূপ। কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছপালা। আটকা পড়েছে কয়েকশ’ গাড়ি। যানচলাচল স্বাভাবিক করতে কাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছে। বাসা বাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মীসহ বেশ কয়েকজন মারা গেছেন।

এদিকে তুষারঝড় ফিলোমেনায় বিপর্যস্ত স্পেন। বরফের চাদরে ঢেকে গেছে মাদ্রিদসহ অধিকাংশ শহর। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বেশ কিছু অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্তদের উষ্ণকাপড়সহ খাবার দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তুষারঝড়ে রাস্তা, হাসপাতাল বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এক বাসিন্দা বলেন, একে তো মহামারি, তার ওপর এই তুষারঝড়। আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসায় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কাজকর্মও করতে পারছি না।

তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে ফ্লাইট চলাচল। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুষারপাতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে জানিয়ে সবাই সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর