,

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: ঢাকা থেকে চট্টগ্রামমুখি সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বেপরোয়া গতিতে চালানো সেই পিকআপ চালক পালিয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে সীতাকুণ্ডের এয়াকুব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ট্রেনটি ১২টা ২০ মিনিটে ফের চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয়।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সীতাকুণ্ডের এয়াকুব নগর এলাকায় রেল ক্রসিং সম্পূর্ণ অবৈধ। দুর্ঘটনাস্থলে কোনো গেটম্যান ছিল না।

এদিকে এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিক একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত জানান, দুর্ঘটনার ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এর আগে গতকাল কুমিল্লায় ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা- চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ৭ ঘণ্টা। এতে কেউ হতাহত না হলেও ট্রেনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এই বিভাগের আরও খবর