,

গোপালগঞ্জে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পেল ‘অসমাপ্ত আত্মজীবনী’

গোপালগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক প্রোগ্রামের আওতায় কোটালীপাড়ায় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা শিক্ষার্থীদের হাতে ‘অসমাপ্ত আত্মজীবন ‘বই তুলে দেন।

এছাড়া এ সময় ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইলিয়াসুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন জেলার প্রতিটি শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। যাতে করে তারা বঙ্গবন্ধু, দেশের মানুষ ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর কাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে নতুন প্রজম্ম। তাই তাদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। এটি জানান দিতেই আমরা সব শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোচনামচা বই বিতরণ কার্যক্রম শুরু করেছি।’

অনুষ্ঠানের সভাপতি এস.এম মাহফুজুর রহমান বলেন, ‘আমরা বই বিতরণ করেই বসে থাকব না। শিক্ষার্থীদের স্কুলে স্কুলে এটি পড়ানো হবে। আগামী মার্চে বঙ্গবন্ধুর জম্ম দিনে আমরা উপজেলার সব শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবো। কঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরে তারা উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলবে। এটিই আমাদের প্রত্যাশা।’

এই বিভাগের আরও খবর