,

গোপালগঞ্জে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে করোনায় আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ৪৩ জনের মধ্যে ১৩ পুলিশ সদস্যসহ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৬ জন। একই সাথে জেলায় সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত ১লা এপ্রিল পর্যন্ত জেলায় ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। গত এক সপ্তাহে এখানে মাত্র একজন নারী করোনা রোগী শনাক্ত হয়। তিনিও ঢাকার গাবতলী থেকে টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামে বোন বাড়িতে বেড়াতে আসেন। তাকে নিয়ে জেলায় রোগীর সংখ্যা দাড়ায় ৪৩-এ।

গোপালগঞ্জের সিভিল সার্জন মো. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, জেলায় আক্রান্তদের অধিকাংশ বাইরে থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। তারা সবাই দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। এ পর্যন্ত আক্রান্ত ৪৩ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাকীরাও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এছাড়া জেলায় আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলার ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে ৯০৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকী ৩৮ জনের রেজাল্ট আজ রবিবার রাতে অথবা আগামীকাল সোমবার পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর