,

গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে ঝলসে দিল স্বামী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইয়াছমিন আকতার (৩০) নামে এক গৃহবধূকে গায়ে পেট্রল ঢেলে আগুনে ঝলসে দিয়েছে স্বামী মো. রাছেল (৩৫)। শুক্রবার ভোরে উপজেলার কোদালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোয়ালপুরা গ্রামের সন্দ্বীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

যৌতুকের দাবি মেটাতে না পারার জেরে এ ঘটনা ঘটায় বলে ইয়াছমিনের পরিবার জানিয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আগুনে ঝলসে যাওয়া ইয়াছমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয়রা পাষণ্ড স্বামী মো. রাছেলকে আটক করে পুলিশের হাত তুলে দিয়েছেন।

রাছেল সন্দ্বীপপাড়ার মৃত মো. শফিকুল ইসলামের ছেলে। ইয়াছমিন আকতার উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নবগ্রাম এলাকার হারুনুর রশিদের মেয়ে। প্রায় আট বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটা ছেলেসন্তান রয়েছে।

গৃহবধূ ইয়াছমিনের চাচা চন্দ্রঘোনা কদমতলি ইউপি সদস্য আবদুল মালেক জানান, যৌতুকের দাবিতে ইয়াছমিনকে প্রায়ই নির্যাতন করত স্বামী রাছেল। বৃহস্পতিবার রাতে স্বাভাবিক ঘুমাতে যায় তারা। তাদের মাঝে এদিনও পারিবারিক কলহে কথাকাটাকাটি হয়। ভোরে স্বামী রাছেল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, আমি নিজে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছি। ওই গৃহবধূর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কি বলেন, আগুনে ঝলসে দেয়া গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর