,

ক্লাবের অনুরোধে থাকছে না বাফুফের দল

নিজস্ব প্রতিবেদক: নারী ফুটবল লিগে দশ দল নিয়ে করার পরিকল্পনা ছিল বাফুফের। নয়টি ক্লাবের সঙ্গে জাতীয় অ-১৭ দল নিয়ে আসন্ন লিগ করতে চেয়েছিল মহিলা ফুটবল কমিটি। অ-১৭ দল জিতলে পয়েন্ট পাবে না হারলে আবার প্রতিপক্ষ পয়েন্ট পাবে, মহিলা ফুটবল কমিটির এমন অবস্থান ব্যক্ত করার পর ফুটবলাঙ্গনে সমালোচনার ঝড় বয়েছিল। বাফুফে মহিলা উইং সেটা উপলব্ধি করে আগের অবস্থান থেকে সরে আসছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘নারী লিগে আমাদের অ-১৭ দল খেলবে না। ক্লাবগুলোর দাবি ও অনুরোধের প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ফুটবলাররা ইতোমধ্যে অন্য ক্লাব নিয়েছে।’ নিজেদের তত্ত্বাবধানে রেখে লিগ খেলিয়ে সাফ ও এএফসি’র টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে চেয়েছিল বাফুফে।

এখন ক্লাবগুলোতে খেলোয়াড় চলে গেলেও নজরদাড়ি থাকবে বলে জানান মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘আমাদের ফুটবলারদের গাইডলাইন দেওয়া থাকবে। তাছাড়া আমরা পর্যবেক্ষণে রাখব।’

২৭ মার্চ শুরু হবে নারী ফুটবল লিগ। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এই মৌসুমেও তারা গত আসরের দলকে ধরে রেখেছে। বৃহস্পতিবার দলবদলে নারী দলের আসার সম্ভাবনা রয়েছে। কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা গতবারের দলই ধরে রাখার চেষ্টা করেছি। দুই একজন বের হতে পারে। এর পরিবর্তে নতুন প্রবেশ করবে।’

নারী ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে কিংস, ‘আমরা নারীদের নিরাপত্তাকে সবার্ধিক গুরুত্ব দেই। নারী ফুটবলাররা এজন্য আমাদের এখানে খেলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে।’

এই বিভাগের আরও খবর