,

কোটালীপাড়ায় বিনামূলে চিকিৎসা পেল ‘প্রান্তিক জনগোষ্ঠি’

গোপালগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোখের আধুনিক চিকিৎসা পেয়েছে ৫শ প্রান্তিক জনগোষ্ঠী।

মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ী প্রাঙ্গনে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ৫’শ রোগীর চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

এরআগে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ড. সাইফুদ্দিন আহমেদ, কোটালীপাড়া পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ক্যাম্পের কো অর্ডিনেটর দীপক সরকার, আয়োজক সংগঠনের আহবায়ক নার্গিস সুলতানা।

এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ৩০ জন রোগীকে বাছাই করা হয়।

এই বিভাগের আরও খবর