,

কাশিয়ানীতে ‘স্বপ্নের ঘর’ পাচ্ছেন ২শ’ পরিবার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২শ’ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে স্বপ্নের ঠিকানা।

গৃহহীন পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণের কাজ প্রায় শেষ করেছে উপজেলা প্রশাসন।

ঘরের পাশাপাশি ২শতাংশ জমিও পাবেন তারা। আগামী ২৩ জানুয়ারি গৃহহীন পরিবারগুলো তাদের ‘স্বপ্নের ঘর’ বুঝে পাবেন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় এ সব বিষয় নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৩শে জানুয়ারি সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সরকারি খাস জমিতে নির্মাণ করা ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন। সে লক্ষ্যে কাশিয়ানীতেও ২শ’টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। প্রত্যেকের নামে ২ শতক করে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। আধা পাকা ২টি শয়ন কক্ষ, ১টি রান্না ঘর, টয়লেট, বাথরুম ও বারান্দাসহ রঙিন টিনের ছাউনীসহ ঘর নির্মাণ করা হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বুঝিয়ে দেবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া জানান, ২০০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের গৃহ নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে দিন-রাত কাজ করছেন শ্রমিকরা। আগামী ২৩শে জানুয়ারি দলিলসহ সুবিধাভোগীদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর