,

কাশিয়ানীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইলে ডেকে নিয়ে রইচ শেখ (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চর পিঙ্গলিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

রইচ উপজেলার পোনা গ্রামের বেলায়েত শেখের ছেলে ও কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় রইচের চাচা মো. আবুল কালাম কালু বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার পিংগলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শহীদুল ইসলাম শহীদ ফোন করে রইচ শেখকে চর পিংগলিয়া গ্রামের জুলফিকার মিনার চায়ের দোকানের কাছে যেতে বলে। রইচ তার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে ওই দোকানের কাছে যায়। সেখানে শহিদুল ইসলাম ও রইচ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল ও তার লোকজন কৌশলে রইচকে পাশে ডেকে নিয়ে চাইনিজ কুড়াল, রামদা দিয়ে হাত, পা, মাথা ও শরীর বিভিন্ন স্থানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় রইচ আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রইচকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত রইচ শেখ বলেন, ‘ঢাকা থেকে বিকাশে আব্বুর পাঠানো টাকা বিকাশের দোকান থেকে উত্তোলন করে বাড়িতে ফেরার সময় শহীদুল ইসলাম শহীদ আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি আমার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে দেখা করি। তারপর শহীদ ও তার লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে জীবনে মেরে ফেলার চেষ্টা করে। আমি আমার চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এই বিভাগের আরও খবর