,

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে মারধর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মতিয়ার রহমান মোল্যা (৮০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

আহত শিক্ষককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের বাড়ি ওই গ্রামে।

তিনি উপজেলা ধানকোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত শিক্ষকের স্ত্রী রওশন আরা বেগম বলেন, ‘আমাদের বাড়ির পাশে অবস্থিত মসজিদের টয়লেটের ট্যাংকি নির্মাণ করা নিয়ে প্রতিবেশী আনু মোল্যা ও সাখাওয়াত মোল্যা আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এক পর্যায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে আমার স্বামীকে মারধর করে। পরিবারের অন্য সদস্যরা ঠেকাতে গেলে তাদের ওপরও হামলা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে সবাইকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করি।’

অভিযুক্ত আনু মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমাদের সাথে তাদের কোন ধরণের কথা কাটাকাটি বা মারধরের ঘটনা ঘটেনি। জমি নিয়ে পূর্বশত্রুতার কারণে তারা মিথ্যা অভিযোগ করেছেন। এর আগেও তারা আমাদের বিরুদ্ধে ২টি মামলা করেছিলেন।’

কাশিয়ানী থানার ওসি মো: আজিজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর