,

করোনা আতংক : বশেমুরবিপ্রবিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এ নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, “বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছি”

তিনি আরো বলেন,পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

সরকারি নির্দেশনা মেনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে একাডেমিক এবং ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ ও প্রদান করা হয়। তবে অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন কারনে এখনো হলসমূহে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর