,

করোনায় লোকগানের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর প্রয়াণ

বিডিনিউজ ১০ ডটকম: আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদক বিজয়ী, বরেণ্য সংগীতজ্ঞ ইন্দ্রমোহন রাজবংশী ।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।  এ খবর নিশ্চিত করেছেন তার শ্যালিকা শিপ্রা ঘোষ।

এর আগে ১লা এপ্রিল বুকে ব্যথা অনুভব করলে তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলে তাকে মালিবাগের আরেকটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতির অবনতি হলে হাসপাতাল বদল করে দুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইন্দ্রমোহন রাজবংশী ২০১৮ সালে একুশে পদক লাভ করেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের লোকগানের উন্নয়নে অসামান্য অবদানের জন্য একুশে পদক অর্জনকারী এই গুণী শিল্পীকে জাতি কখনো ভুলবে না।

এই বিভাগের আরও খবর