,

কবিতা : সবুজ বাতি

।। নিশীতা মিতু।।

তোমার নামের পাশের সবুজ বাতি নেভার আগে আমি ঘুমিয়ে পড়েছি, এমনটাতো হয়নি কখনো তাই না?
আমি জেগে থাকি।
খুব ঘুম পেলেও জেগে থাকি।
ঘুমে কাতর হলেও জেগে থাকি।
জেগে থাকি ততক্ষণ অবদি যতক্ষণ না তোমার নামের পাশের সবুজ বাতিটা না নেভে।

সবুজ বাতি নিভলো মানে তোমার চোখে রাজ্যের ঘুম।
আমি কল্পনায় খানিকটা সময় তোমার মুখের দিকে অপলক তাকিয়ে থাকি।
তাকিয়েই থাকি!
কী পবিত্র চাহনি।
সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, হাজারটা চিন্তার পর একটুখানি প্রশান্তি।
চোখের কোণে জল জমলে আমি একটু আড়াল হই।
কী জানি আবার, আমার চোখের জলে অমন পবিত্র ঘুম নষ্ট না হয়ে যায়!

অতটা ভালো ঘুম হয় না বলে আমি রাতে প্রায় ৩/৪ বার জেগে উঠি।
জেগে উঠেই ইনবক্সে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা!
ম্যাসেঞ্জারের আধুনিক নিয়মে দেখায় তুমি জেগে ছিলে ২/৩/৪ ঘণ্টা আগে।
ব্যাপারটা যেন এমন যে ঘুম ভেঙ্গে আমি পাশ ফিরেই আলতো করে তোমার বাহু স্পর্শ করে দেখি,
ঘুমিয়ে আছো তো!

সকালে ঘুম থেকে জেগেও প্রথম কাজ চেক করা,
কে জাগলো আগে, তুমি না আমি?
এই প্রতিযোগীতায় অবশ্য আমিই জয়ী হই বেশিরভাগ সময়।
তোমার ঘুম ভাঙলে ফেসবুকের নীল সাদা জগতে ১০/১৫ মিনিট ঢু মারো।
তারপর আবার ঘণ্টাখানেক পর আসো।
যেন ঘুম ভেঙ্গে চারপাশটা দেখে আবার আমায় নিয়ে আরেকটা স্বপ্ন দেখবে বলে আবার একটুখানি ঘুমনো!

তারপর সারাদিনের ব্যস্ততা,
আবার সেই রাত, আবার সবুজ বাতির জ্বলা নেভা আর আমার ভালোবাসা…

এই বিভাগের আরও খবর