,

এক মাসেও মেলেনি লাশের পরিচয়

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:  সাতক্ষীরার তালার সীমান্তবর্তী পাইকগাছার রামনাথপুর এলাকায় কপোতাক্ষ নদ থেকে উদ্ধারকৃত বস্তাবন্দি অজ্ঞাত লাশের পরিচয় একমাসেও শনাক্ত হয়নি।

২৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলায় কপোতাক্ষ নদের হরিঢালীর রামনাথপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বস্তাবন্দি লাশটির গলায় গামছা পেঁচানো ছিল। অর্ধগলিত ওই ব্যক্তির বয়স আনুমানিত ৩০/৩৫ বছর হবে বলে জানায় পুলিশ। তাৎক্ষণিক পরিচয় না পাওয়ায় ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে আঞ্জুমান মফিদুল।

স্থানীয়রা জানান, লাশের পরনে খয়েরী রঙের লুঙ্গি ও গায়ে হলুদ রঙের শার্ট ছিল। এছাড়া বস্তাবন্দি লাশের সঙ্গে আরো একটি বস্তায় ইট বোঝাই করে বাঁধা ছিল। উদ্ধারের সময় থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইয়ের দুটি ক্রাইমসিন দল লাশটি পর্যবেক্ষণ করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী বলেন, এখন পর্যন্ত উদ্ধারকৃত বস্তাবন্দি লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তাকে হত্যার রহস্যও উদঘাটন সম্ভব হয়নি। দেশের সকল থানায় বেতার ম্যাসেজ পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। মৃতের ডিএনএ টেস্ট সম্পন্ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর