,

একদিনে সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বে একদিনে ১০ হাজার ৭শ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি ১৩ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখ। সংক্রমিতের সংখ্যা ৫ কোটি ৭২ লাখ।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা ছাড়ালো ২ লাখ ৫৮ হাজার। নতুন ১ লাখ ৮০ হাজার রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত ১ কোটি ২০ লাখের বেশি।

এদিকে করোনায় দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। ইতালিতে বৃহস্পতিবার প্রাণ গেছে ৬৫৩ জনের। বর্তমানে দেশটির মোট মৃতের সংখ্যা প্রায় ৪৮ হাজার। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে ৩৬ হাজারের বেশি মানুষের দেহে।

এছাড়াও পোল্যান্ডে একদিনে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো। ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে ৫৫৮ জনের। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি দাঁড়াল ১ লাখ ৩২ হাজারের বেশি।

এই বিভাগের আরও খবর