,

ইউরোপের একমাত্র দেশ হিসেবে ফুটবল লিগ চালাচ্ছে বেলারুশ

বিডিনিউজ টেন, খেলাধূলা: স্পেনের প্রথম ক্লাব হিসেবে অনুশীলন শুরু করছে রিয়াল সোসিয়েদাদ।

করোনাভাইরাস সংকটের মধ্যেও ইউরোপের একমাত্র দেশ হিসেবে ফুটবল লিগ চালিয়ে যাচ্ছে বেলারুশ। ভাইরাস সংক্রমনের শঙ্কায় গ্যালারি ফাঁকা থাকলেও খেলা চালিয়ে নিচ্ছে দেশটার ফুটবল ফেডারেশন। অন্যদিকে মঙ্গলবার থেকে অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। তবে ঝুঁকি এড়াতে রজার্স কাপ টেনিসে মেয়েদের খেলা স্থগিত করা হয়েছে এক বছরের জন্য।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড নাইন্টিনের এপিসেন্টার ইউরোপ। তাই বছরের এই সময়ে জমজমাট ফুটবল মৌসুম হওয়ার কথা থাকলেও মহাদেশের ফুটবল অঙ্গনে শুনশান নিরবতা। তবে ইউরোপের একমাত্র ব্যতিক্রম দেশ বেলারুশ। করোনাভাইরাস সংকটের মধ্যেও দিব্যি ফুটবল লিগ চালিয়ে যাচ্ছে তারা। বিশ্বজুড়ে অনেক সমালোচনা আর দর্শকদের অনুপস্থিতিও থামাতে পারেনি দেশটার ফুটবল ফেডারেশনকে।

এফসি বেলশিনার হেডকোচ এডুয়ার্ড গ্রাডোবোয়েভ বলেন, ফেডারেশন খেলা চালাচ্ছে তাই আমরা খেলছি। সর্বোচ্চ সতর্কতা মেনে চলছি সবাই। আসলে স্রষ্টাই চ্যাম্পিয়নশিপটা চালিয়ে নিচ্ছেন। করোনাভাইরাস বেলারুশে তেমন প্রভাব ফেলেনি। তবে এটা ঠিক, মাঠে আমরা দর্শকদের মিস করছি।

তবে দেশটায় করোনা আক্রান্তের পরিসংখ্যান বলছে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। এ পর্যন্ত দেশটাতে প্রায় আড়াই হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, ২০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সেটা মাথায় রেখেই গ্যালারিতে এসে খেলা দেখার ঝুঁকি নিচ্ছেন না বেশিরভাগ সাধারণ দর্শক। বেলারুশের পশ্চিমের শহর গ্রোনডোর স্থানীয় ক্লাব এফসি নিমানের সাথে শুক্রবার এফসি বেলশিনার ম্যাচ দেখতে এসেছিলেন ২৫৩ জন। অথচ গেল বছরও এমন ম্যাচে গ্যালারি মাতায় ১৫ শ’ দর্শক।

বেলারুশে ফুটবলাররা মাঠের খেলায় ব্যস্ত থাকলেও স্পেনে সবাই ঘরবন্দি। তবে পরিস্থিতি ভালো দিকে ধরে নিয়ে দেশটার প্রথম ক্লাব হিসেবে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু সিদ্ধান্ত নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। গত ৭ মার্চ বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে হেরে ফেরার পর আর কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। তবে করোনাভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে স্পেন। কোভিড নান্টিনে ভুগে দেশটিতে মারা গেছে ১৬ হাজারের বেশি মানুষ।

ফুটবলের মতো স্থবির হয়ে আছে টেনিসও। এবারে রজার্স কাপের মেয়েদের খেলা এক বছরের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। সব ঠিক থাকলে ২০২১ সালের আগস্টে কোর্টে গড়াবে খেলা। এর আগে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল এবছরের ১২ জুলাই পর্যন্ত। মন্ট্রিল সরকার ৩১ আগস্ট পর্যন্ত সব ধরের ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করায় এই সিদ্ধান্ত নিয়েছিল রজার্স কাপ কর্তৃপক্ষ। তবে মেয়েদের খেলা এক বছর পেছালেও ছেলেদের আসর নিয়ে সিদ্ধান্ত আসেনি এখনো।

এই বিভাগের আরও খবর