,

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পিকআপ, ট্রাক ও মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে দীলিপ দাশ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীলিপ দাশ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা। এ ঘটনায় রাসেল, আমান উল্লাহ, সোহাগ, রবিউল ও সিরাজুলকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যান সবজিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের যাত্রী দীলিপসহ ১৫ জন আহত হয়। ৬ জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক দীলিপকে মৃত ঘোষণা করেন।

এনাম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাবিনা বেগম জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে এনাম মেডিকেলে আনা হয়। পরে দীলিপ নামের একজন মারা যান। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম বলেন,  খবর পেয়ে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়। একই সঙ্গে তিনটি পরিবহনই জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর