,

আজ মহাসপ্তমী

নিজস্ব প্রতিবেদক: ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলো।

দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং বিহিতপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মহাসপ্তমীতে নবপত্রিকা স্থাপন হবে।

করোনা পরিস্থিতিতে এবার সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে চলতে হচ্ছে। শরীরের তাপমাত্রা মেপে মন্দিরে প্রবেশ করানো হয়। সামাজিক দূরত্ব মানতে বিশেষ ব্যবস্থা রয়েছে। মাস্ক ছাড়া কাউকেই মণ্ডপ এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। করোনামুক্তির জন্য আজ দুপুর ১২টা ১ মিনিটে মায়ের কাছে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে, সপ্তমীপূজা শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি দেয়া হবে। করোনার কারণে ভিড় কমাতে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেইসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে।

বাড়িতে বসেই মায়ের চরণে অঞ্জলি দেওয়ার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে পূজা উদযাপন কমিটি।

এই বিভাগের আরও খবর